Saturday, December 13, 2025
HomeScrollঅমিত শাহকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর, পার্লামেন্টে উত্তেজনা
Rahul Gandhi

অমিত শাহকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর, পার্লামেন্টে উত্তেজনা

স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি: লোকসভায় (Lok Sabha) তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিতর্কের সময় অমিত শাহের বক্তব্যকে কটাক্ষ করে রাহুল দাবি করেন, তাঁর তোলা কোনও প্রশ্নেরই জবাব দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

রাহুলের অভিযোগ, “অমিত শাহ আমার উত্থাপিত কোনও পয়েন্টের উত্তর দেননি। তিনি শুধু নিজের পক্ষেই সাফাই দিচ্ছিলেন। তাঁর মুখ নিশ্চয়ই আপনারা দেখেছেন।”

আরও পড়ুন: কর্মক্ষেত্রের যৌন হয়রানি, মহিলারা তার বিভাগের আইসিসির কাছে অভিযোগ জানাতে পারবেন: সুপ্রিম কোর্ট

রাহুলের এই মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় সদনে। বিজেপি সদস্যরা পাল্টা প্রতিবাদে সরব হন। এদিনের বাকবিতণ্ডার জেরে সংসদের ভিতরে রাজনৈতিক তাপমাত্রা আরও বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে বিজেপির তরফেও পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের।

দেখুন আরও খবর:

Read More

Latest News