নয়াদিল্লি: লোকসভায় (Lok Sabha) তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিতর্কের সময় অমিত শাহের বক্তব্যকে কটাক্ষ করে রাহুল দাবি করেন, তাঁর তোলা কোনও প্রশ্নেরই জবাব দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
রাহুলের অভিযোগ, “অমিত শাহ আমার উত্থাপিত কোনও পয়েন্টের উত্তর দেননি। তিনি শুধু নিজের পক্ষেই সাফাই দিচ্ছিলেন। তাঁর মুখ নিশ্চয়ই আপনারা দেখেছেন।”
রাহুলের এই মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় সদনে। বিজেপি সদস্যরা পাল্টা প্রতিবাদে সরব হন। এদিনের বাকবিতণ্ডার জেরে সংসদের ভিতরে রাজনৈতিক তাপমাত্রা আরও বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে বিজেপির তরফেও পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের।
BREAKING NEWS 🚨
Rahul Gandhi brutally attacks PM Modi and Amit Shah 🎯
“Amit Shah did not respond to the points I raised. He was defending himself .
You must have seen his face.
– Rahul Gandhi pic.twitter.com/dFQTDBQkm8
— Ravinder Kapur. (@RavinderKapur2) December 10, 2025
দেখুন আরও খবর:







